নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রোমা ঘুরে লিভারপুলে নাম লেখানোর আগে প্রায় দুই বছর ছিলেন চেলসিতে। কিন্তু বøু জার্সিতে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ তিনি পাননি। বলতে হয় সুযোগটা তাকে দেওয়া হয়নি। উল্টো ফিওরেন্তিনায় পাঠানো হয় তাকে ধারে। ইংল্যান্ডে ফিরে তাই এর জবাব দেয়ার একটা তাড়না ছিল ‘মিশরের মেসি’র মধ্যে। সেটাই করেছেন তিনি। ইংল্যান্ডের বর্ষসেরা পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে এমনটিই জানিয়েছেন মোহাম্মাদ সালাহ।
চলতি মৌসুমে এ পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলে ৪৩টি গোল করেছেন সালাহ। লিভারপুলের সেরা খেলোয়াড় ও খেলোয়াড়দের ভোটে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার গতকাল তুলে দেওয়া হয় সালাহর হাতে। এছাড়া সাংবাদিকদের ভোটেও ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকা এখনও নিশ্চিত না হলেও লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে অগ্রনী ভুমিকা পালন করেছেন তিনি।
২০১৪ সালের জানুয়ারিতে বাসেল থেকে দুই বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন সালাহ। পরের ১২ মাসে মাত্র ১৯ ম্যাচ খেলে শেষ হয় তার স্ট্যামফোর্ড ব্রিজ অধ্যায়। ধারে তাকে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় পাঠিয়ে দেয় চেলসি। সাংবাদিকদের সালাহ জানান, সমালোচকদের ভুল প্রমাণ করতে সবসময় ইংল্যান্ডে ফিরতে চাইতেন তিনি, ‘প্রায় চার বছর আগে আমি এখানে ছিলাম। অনেক মানুষ বলত, সে সাফল্য পাবে না যেমন আমি প্রিমিয়ার লিগে খেলতে পারব না। তাই আমার মনে সবসময় ফিরে আসার ইচ্ছে ছিল। চেলসি ছাড়ার প্রথম দিন থেকেই তাদের ভুল প্রমাণ করাটা আমার মনে ছিল।’
লিভারপুলের হয়ে চমক দেখানোয় তাকে নিয়ে বড় বড় ক্লাবের আগ্রহের খবর এসেছে গণমাধ্যমে। তবে এই মুহূর্তে লিভারপুলেই মনোযোগ সালাহর, ‘আমি এখানে সুখী, সবকিছুই ঠিক আছে। অবশ্যই লিভারপুলের হয়ে ভবিষ্যতে আমার উচ্চাকাঙ্খা আছে। আপনি যেমনটা দেখতে পারছেন, আমাদের দারুণ একটা মৌসুম কাটল। এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবং সবাই খুব রোমাঞ্চিত।’
অল রেড সমর্থকদের নতুন স্বপ্নের আশ্বাস দিয়ে সালাহ বলেন,‘ সবে মাত্র শুরু।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।