Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস প্রতিরোধে নতুন বাহিনী গঠন পুতিনের

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ন্যাশনাল গার্ড নামে নতুন একটি জাতীয় রক্ষী বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য এই বাহিনী গঠন করেছেন তিনি। এ বিষয়ে পুতিন বলেন, এই বাহিনী সন্ত্রাসবাদ এবং সংগঠিত অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বাহিনীটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সেনা সদস্য দিয়ে গঠিত হয়েছে। দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের সাবেক দেহরক্ষী ভিক্টর জলোতভ। পুতিনের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বিশেষ এই বাহিনী জনপ্রশাসনের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। তবে ওই বাহিনী গঠনের বিষয়টি পুতিনের সংবাদ সচিব দিমিত্রি পেসকভ প্রত্যাখ্যান করেছেন। সমালোচকরা বলছেন, এরমধ্য দিয়ে পুতিন তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটালো। পুতিন ক্রেমলিনের অনুষ্ঠিত নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ওই বাহিনীর কথা বলেন। ঘোষণায় তিনি আরো বলেন, আমরা নির্বাহী ক্ষমতার অংশ হিসেবে সিদ্ধান্তটি নিচ্ছি। এর আগে পুতিন চলতি বছরের ফেব্রুয়ারিতে সতর্ক করে বলেছিলেন, রাশিয়ার বিদেশি শত্রুরা আসন্ন সেপ্টেম্বরের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে। এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস প্রতিরোধে নতুন বাহিনী গঠন পুতিনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ