Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক নিরাময়কেন্দ্রে কিশোরী লাঞ্ছনায় মালিক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ৯:২৬ পিএম

মাদকাসক্ত মেয়েকে সুস্থ করতে মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করেছিলেন মা। কিন্তু সেখানেই ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। কলকাতার বেহালার মুচিপাড়া এলাকায় ‘সুরক্ষা’ মাদক নিরাময়কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক দিন আগে সোনারপুরের আরেকটি মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তিকে মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সঞ্জয় পাল। বেহালার মুচিপাড়া এলাকায় ‘সুরক্ষা’ নামে একটি মাদক নিরাময়কেন্দ্র চালান তিনি। মাদকাসক্ত এক কিশোরীকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে তিন মাস আগে তাকে ওই কেন্দ্রে ভর্তি করেছিলেন তার মা। বুধবার বিকালে তিনি মেয়েকে দেখতে এসেছিলেন। কিশোরীটি তখনই তাকে ধর্ষণের কথা জানায়। মা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে আশপাশের লোকজনকে সব জানান। স্থানীয়রাই তাকে থানায় পাঠান। পুলিশ বলছে, বছর দুয়েক আগে মুচিপাড়ার ওই দোতলা বাড়িটি ভাড়া নেন সঞ্জয়। সেখানে মাদকসহ সব ধরনের নেশা থেকে মুক্ত করার চিকিৎসা হয় বলে তিনি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দিতেন। ওই কেন্দ্রের দোতলায় নারী এবং একতলায় পুরুষ রোগীদের থাকার ব্যবস্থা রয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরী লাঞ্ছনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ