মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছাত্রাবাসের কমনরুমে এক কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে পুলিশে খবর দেন তার এক সহপাঠী। বিশ্ববিদ্যালয়টিতে আফ্রিকান শিক্ষার ওপর পড়াশুনা করছেন লোলাডি সিয়নবেলা নামের ওই কৃষ্ণাঙ্গ ছাত্রী। তিন পুলিশ কর্মকর্তার জিজ্ঞাসাবাদের সময় তিনি চাবি দিয়ে নিজের শয়নকক্ষের তালা খোলার পরও তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়েছে। পুলিশকে খবর দেয়া শ্বেতাঙ্গ নারী বলেন, আমি কমনরুমে এমন এক ব্যক্তিকে দেখেছি, যার সেখানে প্রবেশের অধিকার নেই। সিয়নবেলা পুলিশের মুখোমুখি হওয়ার দুটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। তাতে ওই শেতাঙ্গ শিক্ষার্থীর কথোপকথনের অংশও রয়েছে। শ্বেতাঙ্গ ছাত্রীকে বলতে দেখা গেছে, নিউ হ্যাভেন ক্যাম্পাসে স্নাতক শিক্ষার্থীদের হলের কমনরুমের সোফায় তাকে দেখতে পেয়ে তিনি পুলিশ ডেকেছেন। সিয়নবেলাকে প্রায় ১৫ মিনিট জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, সে ইয়েলের ছাত্রী এবং এই ছাত্রাবাসেই তার থাকার জায়গা। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন- কৃষ্ণাঙ্গ ইয়েল স¤প্রদায় আমার প্রতি অবিশ্বাস্য সহযোগিতা করেছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।