Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ভর্ৎসনায় পদত্যাগ করছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ৯:০২ পিএম

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমন্টের প্রধান ক্রিস্টজেন নিলসেন পদত্যাগ করতে যাচ্ছেন। মার্কিন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ভর্ৎসনা করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিলসেন হচ্ছেন একজন দক্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বর্তমানে তিনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমন্টের প্রধান হিসেবে কাজ করছেন। গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মন্ত্রিসভার সব সদস্যের সামনে ভর্ৎসনা করেন এবং এরইমধ্যে তিনি পদত্যাগপত্র প্রস্তুত করেছেন। মার্কিন প্রশাসনের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, মন্ত্রিসভার বৈঠকের পর নিলসেন তার সহকর্মীদের বলেছিলেন, তিনি পদত্যাগের দ্বারপ্রান্তে রয়েছেন তবে এখনো পদত্যাগ করেননি। বুধবারের বৈঠকে ট্রাম্প মেক্সিকো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার জন্য নিলসেনকে দায়ী করেন। ট্রাম্প দীঘদিন থেকে বলে আসছেন, মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিতে হবে। মেক্সিকো সীমান্ত দিয়ে যেসব অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রয় আসে তাদেরকে ট্রাম্প ধর্ষক ও খুনী বলে অভিহিত করে থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ