Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজাদ কাশ্মীরের অলীক স্বপ্ন বাস্তবায়ন হতে দেবো না

‘যতদিন জঙ্গি সংগঠনগুলিতে নিয়োগ বন্ধ না হচ্ছে ততদিন এই হত্যাকান্ড চলবেই’

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আজাদ কাশ্মীরের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তা কখনও বাস্তবায়িত হবে না। ভারতীয় সেনা তা হতে দেবে না। তাই কাশ্মীরি যুবকদের লড়াইয়ের পথ থেকে সরে আসার বার্তা দিলেন জেনারেল বিপিন রাওয়াত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ে কাশ্মীরি যুবকরা পেরে উঠবেন না। যে আজাদি তারা চাইছেন তা কোনওদিনও বাস্তবায়িত হবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রদত্ত সাক্ষাৎকারে সেনাপ্রধান উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, কাশ্মীরি যুবকরা ‘ভুল পথে’ চালিত হয়ে যাচ্ছে। তিনি বলেন, যারা আজাদি চাইবে তাদের সঙ্গে আমাদের লড়াই জারি থাকবে। এটা কখনও (আজাদি) বাস্তবায়িত হবে না। কোনও দিনও না। শেষের কথাগুলি অত্যন্ত জোরের সঙ্গে বলেন জেনারেল রাওয়াত। সা¤প্রতিক কালে কাশ্মীরে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রফি আহমেদ ভাটের মৃত্যু উপত্যকায় আজাদির আন্দোলনের পালে হাওয়া লাগিয়েছে। আজাদির দাবিতে দলে দলে জঙ্গি সংগঠনে নাম লেখানোর হিড়িক বহুগুণ বেড়ে গিয়েছে। জেনারেল বিপিন রাওয়াতের মতে, যতদিন না এই জঙ্গি সংগঠনগুলিতে নিয়োগ বন্ধ না হচ্ছে ততদিন এই হত্যাকাÐ চলতেই থাকবে। ভারতীয় সেনা বা প্রশাসন যেকোনও ধরনের হত্যার বিরুদ্ধে। কিন্তু লড়াইয়ে বাধ্য করা হলে নিরাপত্তা বাহিনী তাই করবে। তিনি অন্যান্য দেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর তুলনা করে বলেন, পাকিস্তান বা সিরিয়াতে সেনাবাহিনীকে অনেক নৃশংস ভূমিকায় দেখা যায়। এই ধরনের পরিস্থিতিতে ওরা ট্যাঙ্ক বা বিমান হানা করে। তাতে কত মানুষ মারা যায়। কিন্তু ভারতীয় সেনা যতটা সম্ভব ক্ষয়ক্ষতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। হাজার প্ররোচনা সত্তে¡ও। আমি জানি এখানকার যুবকদের মধ্যে নানা কারণে ক্ষোভ জমে রয়েছে। কিন্তু সেনার উপর আক্রমণ করা বা তাদের লক্ষ্য করে পাথর ছোড়া কোন সমাধান নয়। একই সঙ্গে স্থানীয়দের কাজে আর্জি জানিয়ে বলেন, যদি তারা নিরাপত্তা বাহিনীকে জঙ্গিকে খতম করতে দিতে না চান তাহলে জঙ্গিদের অস্ত্র ত্যাগে বাধ্য করুক। সাউথ এশিয়ান মনিটর।



 

Show all comments
  • কাওসার আহমেদ ১১ মে, ২০১৮, ৩:০০ এএম says : 1
    আজাদ কাশ্মীরের স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে। ইনশা আল্লাহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ