Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সউদী আরব সফর

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি সউদি আরব বর্ডার গার্ড মহাপরিচালকের আমন্ত্রণে গত ৭ মে সউদি আরব গমন করেন। তিনি ৮ মে অনুষ্ঠিত মোহাম্মদ বিন নাইফ একাডেমি এর বর্ডার গার্ড কোর্স এর মেরিটাইম সাইন্স এন্ড সিকিউরিটিজ স্টাডিজ এর গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে যোগদান করেন। গ্র্যাজুয়েশান অনুষ্ঠান পরবর্তী মোহাম্মদ বিন নাইফ একাডেমিতে মানব পাচাররোধ, এন্টিস¥াগলিং, নৌদস্যুতা দমন, অপহরণরোধ, অফশোর ইন্সটলেশান, জঙ্গী দমনরোধে বিভিন্ন এক্সারসাইজের মহড়া প্রদর্শন করা হয়। উক্ত গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সউদি আরব মিনিষ্ট্রি অব ইনটেরিয়র এর মন্ত্রী আব্দুল আজিজ বিন সাদ বিন নাইফ বিন আব্দুল আজিজ। গ্র্যাজুয়েশান অনুষ্ঠানে সউদি আরব বর্ডার গার্ডের মহাপরিচালক ভাইস এডমিরাল আওয়াদ ইদ আল বালওয়াই এবং বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালকসহ কুয়েত, আরব আমিরাত, সুদান, ওমান, ইয়েমেন, মিশর ও বাহরাইন এর কোস্ট গার্ড/বর্ডার গার্ডের বাহিনীর প্রধানগণ এবং সউদি আরবে অবস্থিত বিভিন্ন রাষ্ট্রদূত ও মিলিটারি/ডিফেন্স এ্যাটাচিগণ অংশগ্রহণ করেন। এছাড়া মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সউদি আরব বর্ডার গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং সউদি আরব বর্ডার গার্ডের বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করবেন। উক্ত সফরের মাধ্যমে দুদেশের কোস্ট গার্ডের মধ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সউদি আরব বর্ডার গার্ড মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ