মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও স্বাক্ষরকারী অন্য পশ্চিমা দেশগুলো চুক্তিতে অটুট থাকার ব্যাপারে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চুক্তিতে থাকা সব পক্ষের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র যেন চুক্তি বাস্তবায়নে বাধা না দেয় সে জন্য তাদেরকে এই তিন ইউরোপীয় মিত্র অনুরোধও করেছে বলে খবর বিবিসির। “চুক্তি যেন অক্ষুণ্ন থাকে তা নিশ্চিত করতে প্রতিশ্রæতিবদ্ধ আমাদের সরকারগুলো। চুক্তি যেন বহাল থাকে সেজন্য এতে থাকা অন্যান্য পক্ষের সঙ্গেও কাজ করব আমরা,” ট্রাম্পের ঘোষণার পর এক যৌথ বিবৃতিতে বলে দেশ তিনটি। ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তিটির অন্য দ্ইু প্রভাবশালী অংশীদার রাশিয়া ও চীন পরমাণু চুক্তি অক্ষুণন রাখতে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্রকে ছাড়াই চুক্তিকে বাঁচানো যায় কি না তা নিয়ে চেষ্টা চলছে। মঙ্গলবার প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সামনের সপ্তাহগুলোতে ইউরোপের ওই তিনটি দেশসহ রাশিয়া ও চীনের সঙ্গে এ বিষয়ে মধ্যস্থতা শুরুর নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। “অন্যান্য দেশের সহায়তায় যদি আমরা চুক্তিতে ঠিক করা লক্ষ্য অর্জনে সমর্থ হই, তাহলে এটি (চুক্তি) বলবৎ থাকবে,” বলেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের পরমাণু সমঝোতা মেনে চলতে বদ্ধপরিকর বলে ঘোষণা করেছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর মোগেরিনি এ বক্তব্য দেন। মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ায় তিনি ‘বিশেষভাবে উদ্বিগ্ন’ বলে উল্লেখ করেন মোগেরিনি। ইইউ’র শীর্ষ কূটনীতিক দৃশ্যত ইরানকে উদ্দেশ করে বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি বলে আপনারাও আপনাদের প্রতিশ্রুতিতে অটল থাকুন। আমেরিকা ছাড়া বাকি বিশ্বের সবাই মিলে আমরা এ সমঝোতাকে অক্ষুণœ রাখব।” জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ সমঝোতা মেনে চলার জন্য অবশিষ্ট পক্ষগুলোর প্রতি আহŸান জানিয়েছেন। এক বিবৃতিতে গুতেরেস বলেন, ইরানের পরমাণু সমঝোতা আন্তর্জাতিক সমাজের একটি বড় অর্জন যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহায়তা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি মঙ্গলবার টুইটারে দেয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি জনসন বলেছেন, ব্রিটেন এ সমঝোতার প্রতি প্রতিশ্রæতিবদ্ধ থাকবে। মোগেরিনি সুস্পষ্ট করে বলেন, “ইরান এ পর্যন্ত পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করেছে বলে ইউরোপীয় ইউনিয়নও পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে এ সমঝোতা বাস্তবায়ন করে যাবে।” মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার রাতে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফা বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করে বলেন, তার দেশ আপাতত এ সমঝোতা মেনে চলবে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে ইরান আবার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবিসি, রয়টার্স, এএফপি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।