মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্নাইডারম্যান পদ পদত্যাগ করেছেন।
দ্য নিউ ইয়র্কার পত্রিকায় নারী নির্যাতনে শ্নাইডারম্যানকে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ পায়। এতে বলা হয়- শ্নাইডারম্যান চারজন নারীকে নির্যাতন করেছেন। এর মধ্যে দুইজন তার বান্ধবী ছিলেন।
পরে এ সংবাদটি নজরে আসে নিউ ইয়র্কের রাষ্ট্রীয় প্রধান অ্যান্ড্রো কউমো’র। এসময় তিনি শ্নাইডারম্যানকে পদত্যাগ করতে বলেন।
তিনি আরও বলেন, নিউইয়র্কে আইনের ঊর্ধ্বে কেউ নেই। এমনকি শীর্ষ আইনি কর্মকর্তাও নয়।
তিনি এও বলেন, আমি বিশ্বাস করি না যে, এত বড় একটি অভিযোগ ওঠার পরও শ্নাইডারম্যান অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে সোমবার (০৭ সোমবার) শ্নাইডারম্যান এক বিবৃতিতে বলেন, অল্প সময়ের মধ্যে আমার বিরুদ্ধে এতো বড় অভিযোগ। আমি এর বিরোধিতা করি। আমাকে নিয়ে এ অভিযোগ পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এটি অভিযোগের প্রতিযোগিতা বলা চলে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের রাষ্ট্রীয় প্রধান প্রসিকিউটর হিসেবে শ্নাইডারম্যান যৌন নির্যাতনের অনেক অভিযোগের বিরুদ্ধে মোগল হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।