Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ওমর সানির জন্মদিন

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: আজ চিত্রনায়ক ওমর সানির জন্মদিন। তিনি ৫০ বছর পূর্ণ করছেন। জন্মদিনটি পরিবারের সাথে একটু ভিন্নভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছেন তিনি। সহধর্মিনী মৌসুমী, ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাহ’র সার্বিক সহযোগিতায় তিনি আজকের জন্মদিনটি বিশেষভাবে উদযাপন করবেন। ওমর সানী বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সার্বিক অবস্থা ভালো নয়। এই অবস্থা থেকে আবার হয়তো ভালো অবস্থানে আসবে, তখন হয়তো আমি থাকবো না। কিন্তু আমার বিশ্বাস আমাদের চলচ্চিত্রের সুদিন অবশ্যই ফিরে আসবে। মানুষ মরনশীল। আজ আছি, কাল নেই। তাই আমার এবারের জন্মদিনে আমি চাচ্ছি আমার চলচ্চিত্র পরিবারের সবার সঙ্গে যেন দেখা হয়। আমরা যেন কিছুটা সময় একে অন্যের সঙ্গে ভালোভাবে কাটাতে পারি, সময়টা যেন আনন্দঘন হয়ে উঠে। এই ভালোলাগার মুহুর্তটুকু যেন বহুবছর আমাদের হৃদয় থেকে হৃদয়ে থেকে যায়। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, আমাকে সুন্দর একটি পারিবারিক জীবন উপহার দিয়েছেন। আমার বাবা মা’কে যেন আল্লাহ বেহেস্ত নসীব করেন।’ উল্লেখ্য, ১৯৮৭ সালে ওমর সানী ‘মশাল’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে অভিনয় করলেও শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রে নায়ক হিসেবে দর্শক প্রথম তাকে পর্দায় দেখেন। জন্মদিনে ওমর সানিকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ