Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুনামগঞ্জে বজ্রপাতে পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ৭:৪৩ পিএম

সুনামগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাফেলা গ্রামের এখলাছুর রহমান (৫৫) ও একই গ্রামের রাধিকা রানী দাসের মেয়ে একা রানী দাস (১৮)। সে এবার সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহতের স্বজনরা জানান, দুপুরে শাফেলা গ্রামের পার্শ্ববর্তী বোরো ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই এখলাছুর রহমানের মৃত্যু হয়। একই সময় বাড়ির উঠোনে কাজ করার সময় একা রানী দাস বজ্রপাতের শিকার হয়ে মারা যায়।
সদর থানার ওসি মো. শহিদউল্লাহ বজ্রপাতের দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২ জনের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ