গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সুজনের সহপাঠীরা। গতকাল বুধবার দুপুর ২টায় টিএসসি সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলনকারীরা অবিলম্বে সুজন হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানায়। মানববন্ধনে সুজনের সহপাঠী মোর্শেদ আলম নিরব বলেন, ‘আমরা সুজনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। সাথে সাথে সুজনের পরিবারকে আর্থিক সহায়তা ও নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। তাছাড়া সুজনের হত্যার বিচারে প্রশাসন যে আশ্বাস দিয়েছে তার দ্রুত বাস্তবায়ন চাই। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব’। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে শিক্ষা অনুষদের সামনে থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে শামিল হয় সুজনের সহপাঠীরা। দীর্ঘ দেড় ঘণ্টা পর মানববন্ধন শেষে আবার ব্যবসায়ে শিক্ষা অনুষদে মিছিল নিয়ে কর্মসূচি শেষ করে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।