Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যে একটি গ্রামের দাম ২২২ কোটি টাকা

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যে একটি গ্রাম বিক্রি হচ্ছে দুই কোটি ব্রিটিশ পাউন্ডে, বাংলাদেশি মুদায় প্রায় ২২২ কোটি টাকায়। যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে ২ হাজার ১১৬ একর এলাকা জুড়ে অবস্থিত ওই গ্রামের নাম ওয়েস্ট হেসলারটন। মল্টন শহর থেকে নয় মাইল দূরের ওয়েস্ট হেসলারটন গ্রামে রয়েছে ২১টি শয়নকক্ষের এক বিশাল অতিথিশালা। সেখানে আরো আছে একটি গির্জা, প্রাথমিক বিদ্যালয়, পানশালা, পেট্রল স্টেশন, ৪৩টি বাড়ি এবং প্যাভিলিয়ন-সংবলিত একটি খেলার মাঠ। ১৫০ বছরের বেশি সময় ধরে একটি পরিবারের মালিকানায় ছিল গ্রামটি। সর্বশেষ স্বত্বাধিকারী ইভ ডোনের মৃত্যুর পর এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওই পরিবার। জমিজমা বিক্রয় সংক্রান্ত প্রতিষ্ঠান কান্ডাল্স জানায়, ইতিমধ্যে দেশ-বিদেশের অনেকেই ওয়েস্ট হেসলারটন গ্রামটি কিনতে আগ্রহ দেখিয়েছে। কান্ডাল্সের প্রতিনিধি টম ওয়াটসন বলেন, গ্রামটির মালিক ইভ ডোনের মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। চমৎকার একজন মানুষ ছিলেন তিনি। খুব সামান্য মূল্যে সম্পত্তি ভাড়া দিতেন। এর ফলে গ্রামটিতে স্বতঃস্ফূর্ত ও বৈচিত্র্যময় একটি সম্প্রদায়ের আবাস গড়ে উঠেছে। ডোনে পরিবার ১১০ একরের বেশি বনভূমিও বিক্রি করতে যাচ্ছে। ওয়াটসন জানান, আগামী সেপ্টেম্বরে ওয়েস্ট হেসলারটন গ্রাম বিক্রির কাজটি সম্পন্ন হবে। এরই মধ্যে এ বিষয়ে প্রচার শুরু করা হয়েছে। প্রয়াত ডোনের বোন ভেরেনা এলিয়ট বলেন, আমরা সবাই গ্রামটিকে ভালোবাসি। বিবিসি।

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে একটি গ্রামের দাম ২২২ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ