Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৫ সালের চুক্তি না মানা হলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে

পারমাণবিক চুক্তি থেকে বের না হওয়ার আহবান জাতিসংঘের

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে বের না হয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রকে আহŸান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুয়েতেরেস। বিবিসিকে তিনি বলেন, ২০১৫ সালের চুক্তি না মানা হলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরোনেয়িাম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। তবে ট্রাম্পের হোয়াইট হাউজ চায় ইউরোপীয় স্বাক্ষরকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে স্থায়ী অবরোধ আরোপ করুক। যদিও চুক্তি স্বাক্ষরকারী অন্য দেশগুলো কোনভাবেই এতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের একা এই চুক্তি বাতিলের এখতিয়ার নেই বলেও দাবি তাদের। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সমঝোতার শর্ত অনুযায়ী প্রতি ৯০ দিন পর প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করতে হয় যে, ইরান এ সমঝোতা মেনে চলছে। যদি তিনি বলেন, তেহরান সমঝোতা মানছে না তাহলে মার্কিন কংগ্রেস এ সমঝোতা বাতিল করতে বাধ্য। সে বছরই জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন-জেসিপিওএ’র আওতায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। আগামী ১২ মে ট্রাম্প চুক্তিটি নতুন করে নবায়ন না করলে নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। ইউরোপিয়ান শক্তিগুলোকে ওই চুক্তির ‘ভয়ংকর ত্রæটিগুলো পুনর্বিবেচনা করতে’ ওই তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। ট্রাম্পকে আন্তর্জাতিক এই চুক্তি থেকে সরে না যাওয়ার আহŸান জানিয়েছেন অ্যান্থনিও গুয়েতেরেস। তিনি বলেন, ইরানের সঙ্গে এই চুক্তি একটি কূটনৈতিক বিজয়। এটি ধরে রাখা প্রয়োজন। ভালো কোনও বিকল্প না থাকলে এটা বাতিলের কথা চিন্তা না করার পরামর্শ তার। দুইদিন আগেই তেহরানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পাদিত চুক্তি ক্ষুণ্ন করে পারমাণবিক কর্মসূচি চলমান রেখেছে ইরান। নেতানিয়াহুর দাবি, প্রমাণ হিসেবে ইসরায়েলের হাতে গোপন পরমাণু কর্মসূচি সংক্রান্ত নথির অনুলিপি রয়েছে। ইরান এই দাবিকে হাস্যকর আখ্যা দিয়ে নাকচ করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স¤প্রতি বলেছেন, ওবামা প্রশাসনের সময় করা এই চুক্তিতে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। তবে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির মতো মিত্ররা মনে করে ইরানের পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখতে এই চুক্তির বিকল্প নেই। রয়টার্স।



 

Show all comments
  • ইসমাইল ইমন ৪ মে, ২০১৮, ৩:৪৮ এএম says : 0
    জাতিসংঘকে সকলের বেলায় সমান থাকতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ