Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডন-রোম-বার্লিনে হামলার ইঙ্গিত দিয়ে আইএসের ভিডিও প্রকাশ

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বর্তমান বিশ্বের অন্যতম আতঙ্কের নাম ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি সংগঠনটি একটি ভিডিও প্রকাশ করেছে যাতে লন্ডন, বার্লিন এবং রোমে হামলার ইঙ্গিত রয়েছে। প্রচারিত ভিডিও ক্লিপে বলা হয়েছে, যুদ্ধ করো তাদের সাথে। কেননা আল্লাহ নিজ হাতে তাদের শাস্তি নিশ্চিত করবেন। ভিডিও ক্লিপটিতে আরো বলা হয়, যেখানে পাও তাদেরকে হত্যা কর। ভিডিওটিতে বর্ণনাকারী ওই বার্তাটিকে সতর্কতামূলক বার্তা উল্লেখ করে সকলকে আইএসের হয়ে যুদ্ধের আহ্বান জানান। ভিডিওটির বর্ণনাকারী আরো বলেন, গতকাল প্যারিসে হামলা হয়েছে, আজ হলো ব্রাসেলসে। কিন্তু স্বয়ং আল্লাহ জানেন আগামীকাল কোথায় হামলা হবে। তবে সম্ভাব্য পরবর্তী হামলাটি ল-ন, বার্লিন কিংবা রোমে হতে পারে ইঙ্গিত দিয়ে বর্ণনাকারী বলেন, এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ৯/১১, প্যারিস কিংবা ব্রাসেলসে হামলার ধারাবাহিকতা রক্ষা করতেই চালানো হবে। মূলত ইরাকে সাদ্দাম ও সিরিয়ায় আসাদের পতনের পর দেশগুলো নেতৃত্বহীন হয়ে পড়লে জনপ্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে ভেঙে পড়ে দেশ দুটির অর্থনীতি। বাড়তে থাকে সীমাহীন বেকারত্ব। দিশাহীন হয়ে পড়ে দেশ দুটির যুবসমাজ। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর হতাশাগ্রস্ত তরুণ মুসলিম যুবকরা ওই পথ অবলম্বন করে। তবে এ নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যের সরকারগুলোর ভুলনীতি গ্রহণের ফলে আজ আইএসের মতো জঙ্গি সন্ত্রাসী গ্রুপগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডন-রোম-বার্লিনে হামলার ইঙ্গিত দিয়ে আইএসের ভিডিও প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ