Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা অ্যামনেস্টি’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ৭:৩১ পিএম

ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আফগানিস্তানে দায়িত্বপালন করতে গেলেই হত্যা ও হুমকির শিকার হতে হয় সাংবাদিকদের। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সম্প্রতি আফগানিস্তানে নিহত ১০ সাংবাদিককে শ্রদ্ধা জানানোর সময় এই কথা জানায় সংস্থাটি। এই সপ্তাহে কাবুলে জোড়া বোমা হামলায় ১০ সাংবাদিকসহ ২৯ জন নিহত হন। আহত হন আরও ৪৫ জন। নিহতদের মধ্যে বিবিসির সাংবাদিক ও এএফপির ফটোসাংবাদিকও ছিলেন। অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ওমর ওয়ারাইস বলেন, ‘আফগান সাংবাদিকরা বিশ্বে সবচেয়ে সাহসী। তারাই সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কাজ করেন। শুধু চাকরি করার জন্যই তারা হুমকি পান, সহিংসতা শিকার হন। সাংবাদিকতা মানেই আপনার জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া। তারপরও নির্যাতিতের কণ্ঠ তুলে ধরতে বদ্ধ পরিকর তারা।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ