Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পুলিশি ক্ষমতা পেল থাইল্যান্ডের সেনাবাহিনী

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের সামরিক মদদপুষ্ট সরকার দেশটির সেনাবাহিনীকে পুলিশ বাহিনীর ক্ষমতা প্রদান করার পর আলোড়ন সৃষ্টি হয়েছে দেশটিতে। মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তারা ভয় করছেন, এই ক্ষমতা বলে সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করতে পারে। এমনেস্টি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কমিশনসহ মোট ছয়টি মানবাধিকার সংগঠন একটি যৌথ বিবৃতি দিয়ে এই আইন বাতিল করার দাবি জানিয়েছে। মার্চের ২৯ তারিখ থাইল্যান্ডের মিলিটারি ও প্যারা মিলিটারি বাহিনীকে পুলিশের এই ব্যাপক বিস্তৃত ক্ষমতা দেয়া হয়। এই ক্ষমতা বলে তারা এমনকি আদালতের গ্রেপ্তারনামা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। এদিকে সেনাবাহিনী বলেছে, এই ক্ষমতা তাদের প্রয়োজন মাফিয়াদের ডনদের ঠেকানোর জন্য। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশি ক্ষমতা পেল থাইল্যান্ডের সেনাবাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ