মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপে অভিবাসী সংকট ইস্যুতে আগামী ১৪ এপ্রিল গ্রিসে যাচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় খিস্ট্রান ধর্মীয় নেতা ও ভ্যাটিকান সিটি প্রধান পোপ ফ্রান্সিস। গ্রিক সরকারের বরাত দিয়ে গতকাল বুধবার (০৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। গত বছর গ্রিসের লেসবস ও অ্যাজিয়ান দ্বীপে আশ্রয় নেওয়া হাজার-হাজার শরণার্থী ও অভিবাসীদের খোঁজ-খবর নিতে তিনি দুদিনের সফরে যাচ্ছেন বলে গ্রিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে। লেসবস পরিদর্শনকালে পোপ ফ্রান্সিসের সঙ্গে থাকবেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস, দেশটির ধর্মীয় নেতা একুমেনিক্যাল প্যাট্রিয়ার্চ বার্থলোমিউসহ শীর্ষ কর্তারা। ভূমধ্যসাগরী অঞ্চলের দেশগুলো থেকে উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপে পাড়ি জমানো অভিবাসী ও শরণার্থীদের যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তা খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ক্ষতিক্ষর প্রভাব পড়ছে। আর সেই চিত্র বিশ্বাবাসীর নজরে আনতেই পোপ এ সফরে যাচ্ছেন বলে গ্রিক চার্চের পক্ষ থেকে জানানো হয়। রয়টার্স, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।