Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কনস্টেবলের শরীর তল্লাশি করে মিলল ইয়াবা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:২১ পিএম

ময়মনসিংহে পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেহতল্লাশি করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে শহরের নওমহল সারদা ঘোষ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন- কনস্টেবল মোকছেদুল ইসলাম (৩২), কলেজ রোড এলাকার বাসিন্দা সৌরভ (২০) ও সুনামগঞ্জের বাসিন্দা দেবাশীষ (২৫)।
মোকছেদুল ময়মনসিংহ পুলিশলাইনসে কর্মরত।
দুই নম্বর ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের নওমহল সারদা ঘোষ রোডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মাদকের ব্যাপারে শূন্য সহনশীল (জিরো টলারেন্স) অবস্থান নিয়েছেন।

তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ