গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ভাটারায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম জিহাদের বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন।
সে ভাটারার জোয়ারসাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। কালাচাঁদপুর হাইস্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
জিহাদের বাবা আলমগীর হোসেন অভিযোগ করেন, জিহাদকে ডেকে নিয়ে যায় তার বন্ধু হৃদয়। এর পর কুড়িল চৌরাস্তায় এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।
স্থানীয়রা জানান, একটি স্পিকার হৃদয়ের কাছে বিক্রি করে রিয়াজ। স্পিকারটির দাম ছিল ২৫০ টাকা। পাওনা টাকা আনতে গিয়ে হৃদয়ের ছুরিকাঘাতে আহত হয় তিন বন্ধু। পরে আহতাবস্থায় তিনজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে জিহাদের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এর পর সেখানে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত রিয়াজ ও হাসান কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।