Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে ফেনসিডিলসহ আটক ৩

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ৫:৪০ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০১ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর হাসপাতাল ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের পিছু নেয় র‌্যাব। পরে গৌরীপুর হাসপাতাল ফটকের সামনে প্রাইভেট কারটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে, এ ঘটনায় চালকসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে আনা হয়েছে। প্রেস ব্রিফিং করে আটকদের নাম ও ফেনসিডিলের পরিমাণ জানানো হবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল

১১ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ