Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ২ ছাত্র নিখোঁজ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ৩:০৮ পিএম

কক্সবাজার সদরের পোকখালী ও চৌফলদন্ডীর মধ্যবর্তী এলাকার বাইন্যাজুরা এলাকার পশ্চিমে মহেশখালী চ্যানেলের সাগরে শখের বসে মাছ শিকার করতে গিয়ে কাল বৈশাখীর কবলে পড়ে নৌকা ডুবে ২ মাদ্রাসা ছাত্র ২০ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছে। সন্ধান ও উদ্ধার অভিযানে সাগরে নেমেছে তাদের স্বজন ও এলাকাবাসী।

নিখোঁজরা হল জালালাবাদ বাহারছড়া এলাকার আবুল হাইয়ের ছেলে শফিউল্লাহ(১৬) বর্তমান ঠিকানা ডুলহাজারা উলু বনিয়া ও পোকখালী ইউনিয়নের দঃ নাইক্যংডিয়ার মৌলভী নুরুল ইসলামের পুত্র লোকমান হাকিম (১৬)। তারা দুইজনেই নাইক্যংডিয়া এসটি দাখিল মাদ্রাসার ছাত্র। ৩০ এপ্রিল বিকাল ৪ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে মহেশখালী চ্যানেলের সাগরে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,নিখোঁজ দুই ছাত্রসহ আরো ৬ বন্ধু শখের বসে বড়শি নিয়ে সাগরে মাছ শিকার করতে যায়। এ সময় কাল বৈশাখীর তান্ডবে তাদের বহনকৃত নৌকাটি সাগরে ডুবে যায়। ৬ জন সাঁতার কেটে কুলে ফিরে আসতে পারলেও এ দুইজন ২০ ঘন্টা যাবত নিখোঁজ রয়েছে।এদিকে তাদের স্বজনরা উৎকন্ঠায় রয়েছে। নিখোঁজ শফিউল্লাহর মামাত ভাই জালালাবাদ ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম জানায়, তারাও খবর পেয়ে সাগরের কুল,চর ও চিংড়ি প্রজেক্টের আশে পাশে এবং প্যারবনে সন্ধান চালাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনিক বোট ও নৌকা নিয়ে সাগরে লোকজন পাঠানো হয়েছে।তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। তিনি এ ঘটনায় মর্মাহত বলে জানিয়ে আরো বলেন সন্ধান না পাওয়া পর্যন্ত পরিষদের পক্ষ থেকে যা যা করতে হয় করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ