Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলওয়ে শ্রমিক লীগের বিরোধে পাল্টাপাল্টি বহিষ্কার

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১১:২৬ পিএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কমিটি নিয়ে বিরোধে দুই পক্ষের নেতারা পরস্পরকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছেন। ঘোষণা দিয়েছেন নতুন কমিটিরও। রেলওয়ে শ্রমিক লীগে ১২ বছর পুরনো কমিটি নিয়ে সিনিয়র নেতাদের দ্ব›েদ্ব এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অন্য নেতারা জানিয়েছেন। গত দুই দিনে দুই পক্ষের নেতারা কমিটি থেকে একে অন্যকে বহিষ্কারের ঘোষণা দেন। দুই পক্ষেরই দাবি, তাদের কমিটিই বৈধ।
গতকাল (সোমবার) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হায়দার আলী ও সিরাজুল ইসলামের অনুসারীরা অবৈধ বর্ধিত সভা করায় হাবিবুর রহমান আকন্দকে বহিষ্কারের ঘোষণা দেন। এর আগে রোববার ঢাকার শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে বর্ধিত সভা করে হায়দার আলী ও সিরাজুল ইসলামকেই বহিষ্কারের ঘোষণা দেন হুমায়ুন কবীর ও হাবিবুর রহমান আকন্দ নেতৃত্বাধীন অংশ।
২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়। ৩০ সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক ছিলেন হাবিবুর রহমান আকন্দ। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন হায়দার আলী এবং প্রচার সম্পাদকের পদে ছিলেন সিরাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, সংগঠনের গঠনতন্ত্র এবং শ্রম আইন অনুসারে কমিটির মেয়াদ দুই বছর। কমিটি গঠনের পর ১২ বছর চলে গেছে। ৩০ জনের মধ্যে ২৫ জন অবসরে চলে গেছেন। মাত্র পাঁচজন বাকি। বারবার বলার পরও সম্মেলনের বিষয়ে তারা আগ্রহ দেখাননি। শ্রম পরিচালকের কার্যালয়েও চিঠি দেই। সাধারণ শ্রমিকদের অনুরোধে সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজ উল্ল্যাহ উদ্যোগ নেন।
সিরাজুল ইসলাম বলেন, ২৩ এপ্রিল নগরীর এনায়েত বাজার বাটালী রোডে সংগঠনের কার্যালয়ে বিশেষ সাধারণ সভা আহŸান করা হয়। সাধারণ সদস্যদের চাপের মুখে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করতে সভা বাধ্য হয়। আগের কমিটির নেতাদের রেখেই নতুন কমিটি করা হয়। এতে হুমায়ুন কবীরকে সভাপতি, হাবিবুর রহমান আকন্দ ও হায়দার আলীকে কার্যকরী সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক করা হয়। এরমধ্যে রোববার ঢাকায় বর্ধিত সভার পর হায়দার আলী ও সিরাজুল ইসলামকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। সিরাজুল ইসলাম বলেন, বর্ধিত সভায় এধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সংগঠনবিরোধী কাজে যুক্ত থাকায় আমরা হাবিবুর রহমান আকন্দকে বহিষ্কার এবং দুই সহ-সভাপতি শেখ লোকমান হোসেন ও গোকূল চক্রবর্তীকে অব্যাহতির ঘোষণা দিচ্ছি।
সংবাদ সম্মেলনে রেলওয়ে শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা সিরাজ উল্ল্যাহ বলেন, শ্রম আইন মোতাবেক দুই বছরের বেশি কোনো কমিটির মেয়াদ হয় না। কমিটির অনুমোদন দেয় সম্মেলন। শিগগিরই সম্মেলন করা হবে। এক প্রশ্নের জবাবে সিরাজ উল্ল্যাহ জানান, ২৩ এপ্রিলের বিশেষ সাধারণ সভায় শ্রম পরিচালকের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘নব গঠিত কমিটির কার্যকরী সভাপতি’ মোঃ হায়দার আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ