মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনী ইসরাইলি সৈন্যদের গুলিতে তিন ফিলিস্তিনী নিহত হয়েছে। গাজা ভূখণ্ড থেকে সীমান্ত বেড়া অতিক্রম করে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করলে এদের গুলি করে হত্যা করা হয়। পৃথক ঘটনায় এরা নিহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।
ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানায়, দুই সন্দেহভাজন ব্যক্তি ফিলিস্তিন ও ইসরাইলকে বিভক্তকারী সীমান্তবেড়া দিয়ে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালায়। তিনি বলেন, ‘এ সময় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য তাদের গুলি করে। এ সময় তাদের একজন নিহত হয় এবং অপর জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’ এর প্রায় এক ঘণ্টা পর গাজার দক্ষিণাঞ্চল দিয়ে দুই ‘সন্ত্রাসী’ সীমান্ত বেড়া ডিঙ্গিয়ে ইসরাইলী ভূখণ্ডে প্রবেশ করে সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুড়ে মারে। জবাবে সৈন্যরা পাল্টা গুলি চালালে তারা দু’জনেই নিহত হয়। এই ঘটনায় ইসরাইলি কোন সৈন্য হতাহত হয়নি। এর কয়েক মিনিট পর সীমান্ত পার হওয়ার সময় আরো দুই জনকে গ্রেফতার করা হয়। সূত্র : সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।