Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে গতকাল শনিবার এশিয়ান ট্যুর প্রফেশনাল গলফ টুর্ণামেন্ট এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮ উপলক্ষ্যে টুর্ণামেন্টের লোগো উন্মোচন, মিডিয়া ব্রীফ এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত টুর্ণামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন। এ টুর্ণামেন্ট সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিতভাবে অবহিতকরণের জন্যে একই স্থানে মিডিয়া ব্রীফের আয়োজন করা হয়। মিডিয়া ব্রীফ অনুষ্ঠানে গণমাধ্যম’কে ব্রীফ প্রদান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮ এর সাংগঠনিক কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফখরুল আহসান এবং টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ)। অতঃপর এ টুর্ণামেন্ট উপলক্ষ্যে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত¡াবধানে, এবি ব্যাংক লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুর এর সহযোগিতায় আগামী ৯ থেকে ১২ মে পযন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে চতুর্থবারের মত আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্ণামেন্ট এবি ব্যাংক বাংলাদেশ ওপেন ২০১৮ অনুষ্ঠিত হবে। এই টুর্ণামেন্ট উপলক্ষে বিশে^র প্রায় ২৫টি দেশের (আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার) পেশাদার গলফার, অফিসিয়াল, রেফারী, সংগঠক, টেলিভিশন স¤প্রচারের টেকনিশিয়ান এবং গনমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় দুশতাধিক বিদেশী ব্যক্তিবর্গ বাংলাদেশে আগমন করবেন। উল্লেখিত ব্যক্তিবর্গ প্রায় ১০ দিন সময়কাল বাংলাদেশে অবস্থান করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান ট্যুর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ