Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আমতলী (বরগুনা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বরগুনার আমতলীতে চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে শনিবার সকাল ৯টায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বর থেকে র‌্যালী বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপেেজলা পরিষদ মিলনায়নের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জি এম দেলওয়ার হোসেন, আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত ইউএনও কমলেশ মজুমদার, এ্যাডঃ এম এ কাদের মিয়া, এ্যাডঃ মো. আবুল কাশেম. এ্যাডঃ নুরুল ইসলাম সানু, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমতলী থানা মো. শহিদ উল্যাহ, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা. আলহাজ্ব এ্যাডঃ মো. নুরুল ইসলাম মিয়া প্রমূখ। আলোচনা সভায় সাংবাদিক, শিক্ষক ও আইনগত সহায়তা কমিটির সদস্যসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ