Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে শান্তি বজায়ে সম্মত ভারত-চীন

চীনা প্রেসিডেন্ট শি’কে ভারতে আমন্ত্রণ মোদির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ উন্নয়নে সম্মত হয়েছে ভারত ও চীন। গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক চীন সফর শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ খবর জানান। এর আগে নরেন্দ্র মোদী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চীনের মধ্যাঞ্চলীয় শহর ওয়ুহানে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। হিমালয় সীমান্তে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ সময় পার করার এক মাসের মধ্যে এশিয়ার দুই শীর্ষ নেতা এ বৈঠকে বসলেন। ভারতে পররাষ্ট্র সচিব ভিজয় গোখালে জানান, সকল বিভেদ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করার মত পরিপক্বতা ও বিজ্ঞতা দুই দেশের আছে। এর আগে দু’দিনের সফরে চীনে অবস্থানরত মোদি প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী বছর ভারত সফরের আমন্ত্রণ জানান। এদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী বছর ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের সফরে চীনে অবস্থানরত মোদি শুক্রবার এ আহ্বান জানান।’ রয়টার্স, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্তে শান্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ