মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ায় আগামী মাসের নির্বাচনকে সামনে রেখে শনিবার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন দলের সমর্থকরা রাজপথে মিছিল করেছেন।
দিনের শেষে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রচারণা শুরু হবে।-খবর এএফপির।
প্রার্থীরা ১১ দিন প্রচারণার সুযোগ পাবেন। পার্লামেন্টের ২২২টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবারের নির্বাচনে কঠিন প্রতিকূলতার সম্মুখীন হতে যাচ্ছেন।
তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এছাড়াও এবার দেশটির প্রবীণ অবিসংবাদিত নেতা মাহাথির মোহাম্মদ (৯২) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
মাহাথির অবকাশ দ্বীপ লাংকাউইতে উপস্থিত হয়ে প্রার্থী হিসেবে নিবন্ধিত হন।
অত্যন্ত জনপ্রিয় এই নেতা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
এ সময় তার পাঁচ হাজার বিরোধী দলীয় জোটের সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। তার সমর্থক আজিয়া মোহম্মদ নাসির বলেন, মাহথির আমাদের দেশকে আবার এগিয়ে নিয়ে যাবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নাজিব বিচারব্যবস্থাকে ধ্বংস করেছেন। দেশে আইনের শাসন বলতে কিছুই নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।