Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে পুলিশের সোর্সকে গলা কেটে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় পূর্বশত্রæতার জেরধরে পুলিশের এক সোর্সকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পুলিশ সোর্সের নাম মোঃ রিপন হোসেন (২৫)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরার বালুর মাঠ এলাকায় জৈনকা মিমি বেগমের ভাড়াটিয়ে বাড়ির ভিতর। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের স্ত্রী খুকী বেগম জানান, গত বুধবর রাত ৯টায় তার স্বামী রিপনকে অজ্ঞাত নামা ৪-৫জন যুবক বাসা থেকে ডেকে আনে। পরে আর তার স্বামী বাসায় ফিরেনি। একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যা বেলা আমার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি জানায় রিপন জিনজিরা বালুর মাঠে ভাড়াটিয়ে সোলেমানের ঘরের ভিতর আছে। এতে ঘটনাটি আমি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ওই ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতর থেকে গলাকাটা অবস্থায় আমার স্বামীর লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, কয়েক দিন আগে আমার স্বামীর সাথে সোলেমানের ঝগড়া হয়েছিল। এই ঝগড়ার জেরধরেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। নিহত রিপন জিনজিরা হাফেজ রোডে হীরাদের বাড়িতে ভাড়া থাকতো। সে দুই সন্তানের জনক। তার বাবার নাম আব্দুর রহিম মোল্লা। বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার দক্ষিণ কেফা গ্রামে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাখের মোহাম্মদ যুবায়ের বলেন, নিহত রিপন একটি হত্যা মামলার আসামী ছিল। সে কিছুদিন আগে জেলখেটে জামিনে ছাড়া পেয়ে কখনও নাইটগার্ড ও কখনও পুলিশের সোর্সের কাজ করতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ