পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম কুতুব উদ্দিন (৩৫)। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় শিলমুন টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুতুব উদ্দিন ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে বলে জানা যায়। সে আমতলী এলাকার আব্দুল মজিদ মিয়ার বাসায় স্বপরিবারে বসবাস করে আসছে।
কুতুবের স্ত্রী নাসিমা বেগম জানান, ভোর ৫টার দিকে তার স্বামীর মুঠোফোনে কল পেয়ে তাকে গেটের তালা আটকে দিতে বলে বাইরে চলে যায়। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি।
সকাল ৬টার দিকে খবর পায় স্থানীয় টিঅ্যান্ডটি বাজার এলাকায় দুর্বৃত্তরা কুতুব উদ্দিনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানা ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুতুব উদ্দিন টঙ্গী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করত। ধারণা করা হচ্ছে, পুলিশের সোর্স হিসেবে কাজ করায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।