বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাত হারানো ব্রাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী শিশু সুমি শহীদ জিয়া মেডিকেলের চিকিৎসায় এখন বেশ সুস্থ, তার আর প্রাণ সংশয় নেই বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে সে বারবার বলছে, ‘হামার হাত কুটি ডাক্তারে হাত খুল্যা রাকিছে ক্যা (আমার হাত কোথায়, ডাক্তাররা আমার হাত খুলে রেখেছে কেন ?) সুমির এই প্রশ্ন তার মায়ের কাছে। কিন্তু সেই প্রশ্নের জবাব জানা নেই তার মায়ের। তাই সুমি যখন প্রশ্ন করে তখন সুমির মা শোকে পাথর হয়ে চোখ দুটো বড় বড় করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মেয়ের দিকে, আর ভাবে ভবিষ্যতের দিনগুলোর কথা। সুমির বাবা দুলাল মিয়াও হাসপাতালে মেয়ের প্রশ্নের জবাব দিতে না পেরে হাউমাউ করে কাঁদে। এদিকে, ট্রাকের ধাক্কায় হাত হারানো শিশু সুমিকে আর্থিক সহায়তা দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বিপিএম। তিনি শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিয়ে তার বাবার কাছে নগদ ১৫ হাজার টাকা দিয়েছেন। সমাজ সেবার কল্যাণ তহবিল থেকে বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীও ঐ শিশুর মায়ের হাতে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এছাড়া শিশু সুমির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। অন্যদিকে হাত হারানো ৮ বছরের শিশু কন্যা সুমির চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুমির সার্বিক চিকিৎসার জন্য চিকিৎসকদের নিয়ে একটি টিম করা হয়েছে। তার নিবিড় পরিচর্যা করা হচ্ছে। রক্তের স্বল্পতা থাকলেও সেটি হাসপাতালের চিকিৎকরা স্বেচ্ছায় রক্ত ্রদান করছেন। হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নির্মলেন্দু চৌধুরী বলেন, সুমিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। তারা বাম হাত বিচ্ছিন্ন হয়েছে এবং ডান হাত ও মাথায় আঘাত পেয়েছে। ডান হাতের চিকিৎসা দেয়া হচ্ছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে সুমি সুস্থ হয়ে উঠবে বলেও জানান তিনি। উল্লেখ্য গত ২২ এপ্রিল ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুটির একটি হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। সুমির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার ফুলতলা দক্ষিণপাড়া। তার মায়ের নাম মরিয়ম এবং বাবা ভ্যান চালক দুলাল খাঁ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।