Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ দিনে সাইফ উদ্দিনের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

তৃতীয় দিন শেষেই একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল, ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচে ড্র’ই সম্ভাব্য ফল। চার দিনের ম্যাচের শেষ দিনে অবশ্য টি-টোয়েন্টির মতোই ব্যাটিং হয়েছে, তবে ফল আসেনি তাতেও। মধ্যাঞ্চলকে একটু চেপে ধরেও ফল পাওয়ার কাছাকাছি যেতে পারেনি পূর্বাঞ্চল।
রাজশাহীতে ৫৯২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল পূর্বাঞ্চল। গতকাল লাঞ্চের আগে তুলে ফেলে আরও ৮৫ রান, সাইফ উদ্দিন তখন অপরাজিত ৭৮ রানে। তার সেঞ্চুরির জন্যই অপেক্ষা করছিল ইস্ট জোন, লাঞ্চের পরেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যান এই অলরাউন্ডার। ১৭৪ বলে ১০০ করার পরেই ইনিংস ঘোষণা করে ইস্ট জোন। প্রথম ইনিংসে ততক্ষণে হয়ে গেছে ৭১১ রান, সেন্ট্রাল জোনের চেয়ে এগিয়ে গেছে ১৬৫ রানে।
তবে জিততে হলে সেন্ট্রাল জোনকে দুই সেশনের মধ্যেই অলআউট করতে হতো ইস্ট জোনকে। শুরুটা ভালোই হয়েছিল, স্কোরবোর্ডে ৪ রান উঠতেই নেই প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান আবদুল মজিদ। ১৭ রান উঠতে নেই ইলিয়াস সানি, ৩০ রান উঠতে নেই মেহরাব হোসেন জুনিয়রও।
এর পরেই পালটা আক্রমণ শুরু করে সেন্ট্রাল জোন। মার্শাল আইয়ুব ও শুভাগত হোম ১২৫ রান যোগ করেছেন মাত্র ১৭.৩ ওভারে। ৫৩ বলে ৬৪ রান করে শুভাগতর আউটে ভেঙে যায় দুজনের জুটি। মার্শাল অবশ্য সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন, শেষ পর্যন্ত আউট হয়েছেন ৭৫ বলে ৮৫ রান করে। ম্যাচের তখনও অন্তত ১৫ ওভার বাকি, তবে আর কোনো বিপদ হতে দেননি ইরফান শুক্কুর ও সাইফ হাসান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সেন্ট্রাল জোন। ড্র ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেয়েছে ইস্ট জোন, সেন্ট্রাল জোন পেয়েছে ৯ পয়েন্ট। তবে প্রাইম ব্যাংক সাউথ জোন শিরোপা আগেই পেয়ে যাওয়ায় এই পয়েন্ট শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল ১ম ইনিংস : ৫৪৬
পূর্বাঞ্চল ১ম ইনিংস : ১৭১ ওভারে ৭১১/৮ (ডি.) (আগের দিন ৫৯২/৬)(জাকের ৩৯, সাইফ উদ্দিন ১০০*, এনামুল জুনিয়র ২৬*; আবু হায়দার ২/৯১, মোশাররফ ১/৮৫, শুভাগত ৩/২০৬, সানি ২/১৭৩)।
মধ্যাঞ্চল ২য় ইনিংস : ৩৮ ওভারে ১৯৬/৫ (মজিদ ০, মার্শাল ৮৫, শুভাগত ৬৪, ইরফান ১৮*, সাইফ ১৫*; আবু জায়েদ ৩/৪৭, সোহাগ ২/৬৩, এনামুল জুনি. ০/৬৯)।
ফল : ম্যাচ ড্র। ম্যাচ সেরা : লিটন দাস (পূর্বাঞ্চল)।
সিবিএল সেরা ৫


ব্যাটসম্যান ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
লিটন (পূর্বাঞ্চল) ৬/১০ ৭৭৯ ২৭৪ ৯৭.৩৭ ৭২.৯৪ ৩/৩
তুষার (দক্ষিণাঞ্চল) ৬/৯ ৭২৫ ১৪৮ ৯০.৬২ ৫৬.৪২ ৪/৩
সাদমান (মধ্যাঞ্চল) ৬/৮ ৫০০ ১১২ ৬২.৫০ ৫১.২২ ২/৩
মিজানুর (উত্তরাঞ্চল) ৬/১০ ৪৩৯ ১০৬ ৪৮.৭৭ ৬২.৭১ ২/১
মুমিনুল (পূর্বাঞ্চল) ৫/৮ ৪০৯ ২৫৮ ৫১.১২ ৭০.২৭ ২/০
বোলার ম্যাচ/ইনি. উইকেট ম্যাচে সেরা গড় ইকো. ৫/১০
রাজ্জাক (দক্ষিণাঞ্চল) ৬/১১ ৪৩ ১১/১০১ ২৫.০০ ৩.৪৪ ৫/১
সোহাগ (পূর্বাঞ্চল) ৬/৯ ২৯ ৭/১৪১ ২৭.৪৮ ৩.৬৬ ৩/০
জায়েদ (পূর্বাঞ্চল) ৫/৮ ১৮ ৮/১৪২ ৩৩.৫০ ৩.৮৯ ১/০
আরিফুল (উত্তরাঞ্চল) ৬/৯ ১৬ ৭/১০৫ ২৭.১৮ ৩.১৯ ০/০
শফিউল (উত্তরাঞ্চল) ৫/৮ ১৫ ৪/৫৮ ২৮.০৬ ৩.২৯ ০/০



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইফ উদ্দিনের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ