Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই পর্বে শক্তিশালী পাকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। গতকাল বিকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-৩ গোলে পাকিস্তানের বিপক্ষে ড্র করে আসরের সেমিফাইনালে জায়গা করে নেয়।
টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ১০-৪ গোলে সিঙ্গাপুরকে এবং ২০-০ গোলে কম্বোডিয়াকে বিধ্বস্ত করার মালয়েশিয়ার কাছে হারে ৭-৪ গোলে। কাল সকালে মালয়েশিয়া ১২-১ গোলে পাকিস্তানকে হারালে সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকে বাংলাদেশের। বিকালে লাল-সবুজরা পাকিস্তানকে রুখে দেয়ায় ফাইভ-এ সাইড প্রতিযোগিতার শেষ চারে জায়গা হয় তাদের। ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দু’টি দল পাবে অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকিট। ২০১৪ সালে বাছাই পর্বের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারলেও নানজিন যুব অলিম্পিকে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল পাকিস্তানের সঙ্গে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রয়ে সেমিতে

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ