Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ লাখ ৪.৫জি গ্রাহকের মাইলফলক উদযাপন করেছে রবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

৪.৫ জি প্রযুক্তিতে ১০ লাখ গ্রাহকের মাইলফলক উদযাপন করলো বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। গত বৃহস্পতিবার রাজধানীর রবি কর্পোরেট অফিসে দেশের ফোরজি যুগের প্রথম অপারেটর হিসেবে এ মাইলফল অর্জনকে উদযাপন করেছে অপারেটরটি। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও অতিথি ছিলেন বিটিসিএল’র ম্যানেজিং ডিরেক্টর মাহফুজ উদ্দিন আহমেদ। কোম্পানির এ মাইলফলক অর্জনকে উদযাপনের সময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ম্যানেজমেন্ট কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে ৪.৫ জি সেবা উদ্বোধনের পর থেকে দেশের ৪২৪ থানায় ৪ হাজার ৭শটি’র বেশি ৪.৫ জি সাইট নিয়ে এক বিস্তৃত ৪.৫ জি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি। ২০ ফেব্রুয়ারি ফোরজি সেবা চালু হওয়ার পরপরই নেটওয়ার্ক সমপ্রসারণ শুরু করে অপারেটরটি। ওই দিনই রবি ৬৪ জেলায় ৪.৫ জি সেবা চালু করে। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৪ লাখ গ্রাহক এয়ারটেল ফোরজি প্লাস সেবা গ্রহণ করেছেন। মোস্তাফা জব্বার বলেন, একজন বাংলাদেশি হিসেবে একটি শীর্ষ বহুজাতিক কোম্পানির নাম বাংলা শব্দ ‘রবি’ দিে হওয়ায় আমি গর্বিত। রবি’র জন্য আমি আলাদা একটা টান অনুভব করি, কারণ এর ব্র্যান্ডে যে ফন্টটি ব্যবহৃত হয় তা আমার সৃষ্টি। তিনি বলেন, যখন আমি দেখি রবি চলনবিল ও হাওড় এলাকায় তাদের ৪.৫ জি সেবা পৌঁছে দিয়েছে, তখন আমি আশ্বস্ত হই রবি শিগগিরই দেশের আনাচে কানাচে তাদের ৪.৫ জি সেবা দিতে পারবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, টুজি বা থ্রিজি’র স্পিড দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব না, এ জন্য দরকার ফোরজি এবং রবি ৪.৫ জি গতিতে এগিয়ে যাচ্ছে বলে আমি আনন্দিত। দেশ হিসেবে আমরা ফোরজি সেবা চালু করতে পারব কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। কিন্তু রবি দেশের সব মানুষকে ৪.৫ জি নেটওয়ার্কে যুক্ত করে সে সংশয় দূর করে দিয়েছে। দেশে ফোরজি প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারের আন্তরিক ভূমিকার জন্যই তা সম্ভব হয়েছে। মাহতাব উদ্দিন আহমেদ দেশব্যাপী রবি’র ৪.৫ জি ও এয়ারটেলের ৪ জি প্লাস সেবা সম্প্রসারণে সার্বিক সহায়তার জন্য সরকারকে ধন্যবাদ জানান। এতো অল্প সময়ের মধ্যে ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করতে রবি’র কর্মকর্তা ও ম্যানেজমেন্ট কাউন্সিলের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রাহকের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ