Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের আগেই পশ্চিমবঙ্গে ভোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রমযানের আগেই পশ্চিমবঙ্গে ভোট। ১৭ মে থেকে শুরু হচ্ছে রমজান। অবশেষে আগামী ১৪ মে একদফায় ভোটগ্রহণের ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। এক দফায় ভোটগ্রহণের দিন ঘোষণা হতেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। বিরোধীদের আদালতে যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে কার্যত কোনও ‘চাপ’ নিচ্ছেন না কমিশনের কর্মকর্তারা। প্রথম থেকেই রাজ্য নির্বাচন কমিশনের এক দফা ভোটে আপত্তি ছিল। এমনকি নিরাপত্তা বাহিনী নিয়েও রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের মতানৈক্য হয়েছে।
গত বৃহস্পতিবার নবান্ন থেকে ফ্যাক্স মারফত কমিশনকে জানিয়ে
দেওয়া হয়, এক ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলে রাজ্য সরকারই ভোটের দিন জানিয়ে দেবে। নির্বাচন এক দফায় করতে চায় রাজ্য সরকার এবং সেটা অবশ্যই ১৪ মে। পুনঃনির্বাচন ১৬ এবং ভোট গণনা হবে ১৭ মে। শেষ পর্যন্ত এক প্রকার ‘বাধ্য’ হয়েই দিন ঘোষণা করতে হয় কমিশনকে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ