Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন শতকের বিরুদ্ধে কুকের লড়াই

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথম দিন সেঞ্চুরি পেয়েছিলেন অভিষিক্ত স্টিভেন কুক ও হাশিম আমলা। গতকাল সেই তালিকাটা আরেকটু লম্বা করেন কুইন্টন ডি কক। এই তিন শতকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই দুই উইকেট হারানোয় দক্ষিণ আফ্রিকার চারশ’ করা নিয়েই শঙ্কা জাগে। ৩৩৬ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকদের পৌনে চারশ’ রানে পৌঁছে দেন ডি কক। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পাওয়ার পথে কাইল অ্যাবটের সঙ্গে ৫০ ও পিটের সঙ্গে ৮২ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন ডি কক। দক্ষিণ আফ্রিকা ৪৭৫ রানে অলআউট হওয়ার সময় ১২৯ রানে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে চতুর্থ ও শেষ টেস্টে অধিনায়ক অ্যালেস্টার কুকের দৃঢ়তায় পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড। গতকাল সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩৮ রান। কুক ৬৭ ও জো রুট ব্যাট করছেন ৩১ রানে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েছেন এই দুই জন। ইংল্যান্ড এখনও ৩৩৭ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে ৫ উইকেটে ৩২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ডি ককের ১২৮ বলের ইনিংসটি ১৭টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ। দ্বিতীয় দিন তার ব্যাট থেকে আসে ১০৪ রান। ৮৬ রানে চার উইকেট নিয়ে এই অলরাউন্ডারই ইংল্যান্ডের সেরা বোলার। এছাড়া ব্রড ও মইন আলি নেন দুটি করে উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন শতকের বিরুদ্ধে কুকের লড়াই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ