মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দুই দিনের অনানুষ্ঠানিক সম্মেলন দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক স্থিতিশীল করতে, সীমান্তে শান্তি বজায় রাখতে এবং মতবিরোধের বিষয়গুলোর সুরাহা করতে সাহায্য করবে। পিপলস লিবারেশান আর্মি (পিএলএ) গত বৃহস্পতিবারএ মন্তব্য করেছে। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল উ কিয়ান বেইজিংয়ে মিডিয়া ব্রিফিংয়ে বলেন, “দুই দেশের জনগণেরই প্রত্যাশা হলো যাতে চীন ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্থিতিশীল হয় সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে”। শুক্রবার থেকে উহানে দুই দিনের অনানুষ্ঠানিক সম্মেলন শুরু করতে যাচ্ছেন মোদি ও শি। তাদের মধ্যে ওয়ান-অন-ওয়ান বৈঠকে সীমানা ইস্যু এবং গত বছর দোকলামে সঙ্ঘটিত ঘটনা ছাড়াও দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। কর্নেল উ বলেন, যদিও দুই দেশের সম্পর্কের মধ্যে এখনও কিছু জটিলতা ও বাধা রয়ে গেছে, এর পরও দুই দেশের নেতারা যে সব বিষয়ে
একমত হবেন এবং নির্দেশনা দিবেন। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।