বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম নুরু সদর উপজেলার পূর্ব জাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে, যাকে ডাকাত বলে দাবি করছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.জাফর আহম্মদ জানান, গণিপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে নরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
নুরুল আলম তালিকাভূক্ত ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।