Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় দিয়ে ফিরলেন মেসি-সুয়ারেজ

রোমাঞ্চ জিতলো লিভারপুল

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে ফিরেছেন মেসি, নিষেধাজ্ঞা শেষে বার্সেলেনা দলে সুয়ারেজ। তবে সেই চোটের কারনে নেইমারকে হারালেও বার্সাকে হারাতে পারেনি মালাগা। গতকাল রাতে স্প্যানিশ লা লিগায় স্বাগতিকদের ২-১ গোলে হারায় এনরিকের দল। ম্যাচরে মাত্র দুই মিনিটেই মুনির আল হাদ্দাদির গোলে এগিয়ে যায় বার্সা। আধগন্টা পর ব্যবধান কমান হুয়ানপি। ৫১ মিনিটে বাইসাইকেল শটে মেসির দূর্দান্ত এক গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। এই জয়ে ২০ ম্যাচে পয়েন্ট ৪৮ নিয়ে শীর্ষে উঠে আসে বার্সা, এক ম্যাচ বেশি খেলা মালাগার পয়েন্ট ২৪।
একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটির বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। অতিরিক্ত সময়ের গোলে অল রেডদের জয় নিশ্চিত করেন ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লালানা। এই জয়ে স্টোক সিটিকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লুপের দল। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ঝুলিতে জমা আছে ৪৪ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয় দিয়ে ফিরলেন মেসি-সুয়ারেজ

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ