Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয়স্থানে জামাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিটিআই ওপেনে নিজের লক্ষ্যপূরণে এগিয়ে চলেছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্যা। ২০৪ শট খেলে তিনি দ্বিতীয়স্থানে উঠে এসেছেন। মাত্র তিন শট কম খেলা জাপানের কাজুকি হিগা রয়েছেন শীর্ষে। গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে তৃতীয় রাউন্ড শেষে জামাল পাঁচটি বার্ডি ও দু’টি বোগি করে এককভাবেই দ্বিতীয় স্থানে উঠে আসেন। টানা চতুর্থ থেকে ষষ্ঠ হোলে তিনটি বার্ডি করেন তিনি। অন্যদিকে শীর্ষে থাকা হিগা খেলেছেন ৬২-৭০-৬৯। তিনি ৩টি বার্ডি এবং একটি বোগি করেন।
কুর্মিটোলা গলফ কোর্স জামালের জন্য ঘরোয়া মাঠ হওয়াতে তিনি বেশ সুবিধা পান। শেষ রাউন্ডে পারের চেয়ে ৬ থেকে ৭ শট কম খেলতে পারলে তার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভবনা থাকবে। এছাড়া আর্জেন্টিনার মিগুয়েল কারবালো (৬৮) এবং সুইডেনের মালক্লোম কোকোচিন্স্কি (৬৯) যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা পারের চেয়ে ১০ কম করে ২০৬ শটে রয়েছে। বাংলাদেশের শাখাওয়াত হোসেন ও সজিব আলী যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন। দু’টি এশিয়ান ট্যুর বিজয়ী সিদ্দিকুর রহমান বাংলাদেশীদের মধ্যে চতুর্থস্থানে এবং পুরো টুর্নামেন্টের দশমস্থানে রয়েছেন। একই স্থানে রয়েছেন ভারতের এম ধার্মা এবং যুক্তরাষ্ট্রের জন ক্যাটলিন আজ বাংলাদেশের জামাল হোসেন (৬৮-৬৮-৬৮) জাপানের হিগার একজন বড় প্রতিদ্বন্ধী। জামাল আগে কুর্মিটোলা গলফ্ কোর্সেই এই শিরোপা জেতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয়স্থানে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ