Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মক্কায় সালাহ’র নামে মসজিদ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চলতি মৌসুমে ৪৭ ম্যাচে ইতোমধ্যেই ৪৩ গোল করে দারুণভাবে বিশ্ব ফুটবলে নিজেকে আলোচনায় নিয়ে এসেছেন মোহাম্মদ সালাহ। মৌসুম জুড়ে অসাধারণ পারফরম্যান্সে কদিন আগেই প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ২০১৭-১৮ মৌসুমের বর্ষসেরার পুরস্কার জেতেন লিভারপুলের এ মিশরীয় ফরোয়ার্ড। অ্যানফিল্ডের ক্লাবটিতে নিজের প্রথমে মৌসুমেই এই পুরস্কার জেতেন তিনি। এবার মন জয় করে নিয়েছেন সউদী আরবের।
মিশরীয় এই তারকাকে মক্কায় জমি উপহার হিসেবে দেবে বলে সংবাদমাধ্যমে জানানো হচ্ছে সউদী আরব কর্তৃপক্ষ। মুসলমান হিসেবে ধর্মভীরু সালাহর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আল রওকি। তিনি সালাহকে মক্কায় মসজিদুল হারামের বাইরে জমি উপহার হিসেবে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। সউদী পত্রিকা সাবক’কে নিজের এই প্রতিশ্রুতির কথা জানিয়ে ফাহাদ রওকি বলেন, ‘এই মিশরীয় (মোহাম্মদ সালাহ) যুক্তরাজ্যে ইসলামের একজন অসাধারণ দূত। তার জন্য আমাদের এই অবস্থান তরুণ প্রতিভাদের এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টি করবে।’
দুর্দান্ত সালাহ কি ধরনের জমি উপহার হিসেবে পাবেন সেটা নিয়েও আলোচনা হচ্ছে। ফাহাদ জানান, ‘জমির ধরন নিয়ে পছন্দ-অপছন্দের বিষয় রয়েছে। সউদী সরকারের নিয়ম মেনে যদি জমি দেওয়া যায় তাহলে সালাহকে মসজিদুল হারামের ঠিক বাইরেই একখন্ড জমির স্থান নির্ধারণ করে দেওয়া হবে। আর যদি জমি দেওয়ার কোনো নিয়ম না থাকে তাহলে সালাহের নামে একটি মসজিদ নির্মাণ করা হবে। যদি সেটাও নিয়মের মধ্যে না থাকে, তাহলে সালাহ নিজে থেকে জমির জন্য আবেদন করতে পারবেন। আমি সেটার ব্যবস্থা করে দেব। তিনি জমি বিক্রি করে টাকা নিতে পারবেন অথবা জমিতে নিজের নামে কোনো দাতব্য প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারবেন।’
লিভারপুলের তারকা এই ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করে ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজদের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। চলতি মৌসুমে ইংলিশ ক্লাব ফুটবলের সেরাদের সেরা হিসেবে পিএফএ সালাহকে বেছে নেয়। শীর্ষে থাকার এই দৌড়ে লিভারপুলের ২৫ বছর বয়সী সালাহ পেছনে ফেলেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, টটেনহামের হ্যারি কেইন, ম্যানচেস্টার সিটির লিরোই সেইন, ডেভিড সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়াকে। লিভারপুলের সপ্তম খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জেতেন সালাহ। ২০১৪ সালে লুইস সুয়ারেজের পর লিভারপুলের কোনো ফুটবলার প্রথম এ পুরস্কার জেতেন। সমপ্রতি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে দুই গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন সালাহ। লিভারপুল ৫-২ গোলে সেমির প্রথম লেগে রোমাকে হারিয়েছে।
আরও অনেক ফুটবলারের মতো সালাহ এত সাফল্যেও চোখ উল্টে ফেলেননি। নৈশ জীবন তাকে টানে না। বরং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। সালাহর এই জীবন, বিশেষ করে নজর কেড়েছে লিভারপুল সমর্থকদের। লিভারপুলের সমর্থকেরা সালাহর গোলবন্যায় মুগ্ধ হয়ে বছরের শুরুতেই এই গানটি বানিয়েছিলেন-

সে যদি তোমার জন্য যথেষ্ট ভালো, সে আমার জন্যও যথেষ্ট ভালো
সে যদি আরও কিছু গোল করে, তবে আমিও মুসলিম হব
সে যদি তোমার জন্য ভালো, সে আমার জন্যও ভালো
মসজিদে যদি বসে থাকে, তবে আমিও সেখানে যাব!

কে জানে, এই গানটাও হয়তো এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালাহ

১৮ অক্টোবর, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ