বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কৃষকদের সুরক্ষার জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে দেড় হাজার টাকা মণ দরে ধান ক্রয়সহ আট দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় কৃষক সমিতি যশোর জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম মামুন উজ্জামান।
দাবিগুলোর মধ্যে রয়েছে- মণপ্রতি ধানের দর দেড় হাজার টাকা নির্ধারণ করতে হবে। চালের বদলে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে কৃষকদের কাছ থেকে সরাসরি পুরোটাই ধান ক্রয় করতে হবে। এক্ষেত্রে কৃষকদের আগাম পুর্জি দিতে হবে। ক্রয় কেন্দ্রগুলিতে সিন্ডিকেট ও দলীয় ক্যাডারদের অবৈধ নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। ক্রয় কেন্দ্রে ধান বিক্রির সময় বিভিন্ন অজুহাতে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে। ভর্তুকির কৃষি উপকরণ কৃষকদের বিতরণ করতে হবে। গরীব কৃষকের জন্য হ্রাসে বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা করতে হবে। কম দামে সার ও সেচের ব্যবস্থা করতে হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ওয়ার্কার্স পার্টির নেতা অনিল বিশ্বাস, জাতীয় কৃষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাজী আবদুল হামিদ, বিপুল বিশ্বাস, হাফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।