মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এলিনা ও শাশা পার্কার। লন্ডনের এই দুই যুবতী যমজ। তারা কাজ করেন দুবাইয়ের আল সাফার অ্যান্ড পার্টনারস নামের প্রতিষ্ঠানে। কিন্তু গোল বেঁধেছে অন্যখানে। গত বছর ৪ আগস্ট রাতের বেলা অসংলগ্ন আচরণের জন্য তাদের গ্রেপ্তার করা হয়। তখন তারা হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায়। এ নিয়ে অনুসন্ধান চালায় মেইল অনলাইন। তাতে দেখা যায়, ওই দু’বোন আসলে পর্নোজীবী ছিলেন। তারা যখন লন্ডনে বসবাস করতেন তখন তাদের পড়াশোনার খরচ মেটাতে দেহ ব্যবসা করতে হয়েছে। এ সময়ে তারা পর্নো ছবিতে অভিনয় করেছেন। প্রকৃতপক্ষে তারা দু’জনেই পড়াশোনা করে ব্রিটিশ আইনজীবী হয়েছেন। কিন্তু পুলিশের ওপর হামলা ও আরব নারীদের প্রতি অভিসম্পাত করার কারণে তাদেরকে জেল দেয়া হচ্ছে দুবাইতে। তাদের দু’জনেরই জন্ম ১৯৮১ সালে সাবেক সোভিয়েতভুক্ত বেলারুশে। মাত্র আট বছর আগে তারা বৃটিশ নাগরিকত্ব পান। ২০০২ থেকে ২০০৭ সালের মধ্যে ইউনিভার্সিটি অব লন্ডন এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারে আইনে পড়াশোনা করেন এলিনা। এরপর দু’বোন পাড়ি জমান দুবাইয়ে। মেইল অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।