Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্ফসবার্গের রিয়াল পরীক্ষা

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উল্ফসবার্গের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার মাঠে স¤প্রতি ক্লাসিকো জয় বাড়তি প্রেরণা জোগাবে জিনেদিন জিদানের দলকে। অন্যদিকে সা¤প্রতিক বাজে পারফরম্যান্স উল্ফসবার্গকে খুব সামান্যই আশা দেখাচ্ছে কোনো অঘটনের। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে অনভিজ্ঞতাও রিয়ালের বিপক্ষে ভোগাতে পারে জার্মানির ক্লাবটিকে।
মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল সা¤প্রতিক সময়ে বেশ জ্বলে উঠেছে। লা লিগার শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়া দলটি সবশেষ গত শনিবার লিগে বার্সেলোনার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয় তুলে নেয় তারা। ওই ম্যাচের শেষ দিকে এক জন কম নিয়ে খেলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে স্পেনের শীর্ষ লিগের শিরোপা লড়াইয়ে নতুন করে উত্তেজনার আভাস দেয় রিয়াল। আর চ্যাম্পিয়ন্স লিগে তো বরাবরই ফেভারিট মাদ্রিদের ক্লাবটি। রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নদের আরও শক্তিশালী করে তুলেছে চোটমুক্ত ‘বিবিসি’ নামে পরিচিত তারকাসমৃদ্ধ আক্রমণভাগ। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে রোনালদোর পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া; এ পর্যন্ত ১৪ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রিয়াল গ্রæপ পর্ব ও শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে মোট আট ম্যাচে ২৩ গোল করেছে। এর মধ্যে একাই ১৩টি গোল করেছেন তিন বারের বর্ষসেরা রোনালদো। এমন দাপুটে এক দলের বিপক্ষে উল্ফসবার্গের সম্ভাবনা খুবই কম। এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি। সবশেষ গত শুক্রবার লিগে বায়ার লেভারকুজেনের কাছে ৩-০ গোলে হারে তারা।
প্রতিপক্ষের শক্তি কিংবা নিজেদের দুর্বলতা নিয়ে অবশ্য ভাবছেন না উল্ফসবার্গের মার্সেল শাফের। পার্থক্য ভুলে বরং দারুণ কিছু করে দেখানোর চ্যালেঞ্জ জয়ের স্বপ্নে বিভোর এই জার্মান ডিফেন্ডার, ‘আমরা জানি, আমাদের সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনি মাঠে যাবেন সফল হতে এবং রিয়ালের বিপক্ষে আমরা এটাই করতে চাই। আমাদের হারানোর কিছু নেই।’
বড় কোনো অঘটন ঘটানোর স্বপ্নে বিভোর ভলফ্সবুর্গকে বড় পরীক্ষা দিতে হবে অবশ্যই রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে আটকাতে। সে পরীক্ষায় উৎরালেও রিয়ালের জালে বল পাঠাতে এড়াতে হবে অভেদ্য কেইলর নাভাসের বাধা। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কোনো হজম করেননি কোস্টা রিকার এই গোলরক্ষক।

আজ মুখোমুখি
চ্যাম্পিয়ন্স লিগ, কো.ফাইনাল (১ম লেগ)
পিএসজি-ম্যানসিটি, রাত পৌনে ২টা
উল্ফসবার্গ-রিয়াল মাদ্রিদ, রাত পৌনে ২টা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উল্ফসবার্গের রিয়াল পরীক্ষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ