Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইডু-ধোনিতে ম্লান ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

২০৫ রানের বিশাল সংগ্রহ গড়েও ম্যাচ জিততে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মাহেন্দ্রসিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটে হেরেছে বিরাট কোহলির দল।
কোরি অ্যান্ডারসনের শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ২ বল হাতে রেখেই হিসাবটা মিলিয়ে নেন ডোয়াইন ব্রাভো (৭ বলে ১৪) ও ধোনি। ২৪ বলে ৭ ছক্কায় ৭০ রানের খুনে ইসিংস আসে ধোনির ব্যাট থেকে। ব্রাভোর সঙ্গে ধোনি তুলির শেষ আচড় টানলেও আম্বাতি রাইডুর সঙ্গে গড়া পঞ্চম উইকেটে ১০১ রানের জুটিই জয়ের পথ দেখায় চেন্নাইয়কে। ৫৩ বলে ৮ ছয় ও ৩ চারে ৮২ রান করেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রাইডু (৬ ম্যাচে ২৮৩)।
এর আগে এম চেন্নাস্বামি স্টেডিয়ামে ডি ককের ৩৭ বলে ৫৩ ও ডি ভিলিয়ার্সের ৩০ বলে ৮ ছক্কায় ৬৮ রানের ঝড়ে ৮ উইকেটে ২০৫ রান করে বেঙ্গালুরু।
৬ ম্যাচে পঞ্চম জয়ে শীর্ষে ফিরেছে চেন্নাই। সমান ম্যাচে মাত্র ২টি জয় পাওয়া বেঙ্গালুরু পয়েন্ট তালিকার ছয় নম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধোনিতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ