Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ২:৪৬ পিএম

রাজধানীতে এইচএসসি পরীক্ষার কথিত প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ঢাকার ওয়ারী থেকে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ওই ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হায়দার আলী (২১) একটি বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

র‍্যাব ১০-এর কোম্পানি কমান্ডার এএসপি মহিউদ্দিন ফারুকী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এইচএসসির কথিত প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখাতেন হায়দার। তিনি নিজেই পেজটির অ্যাডমিন। এভাবে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করার বিনিময়ে বিকাশ ও রকেটের মাধ্যমে অর্থ নিতেন তিনি।

হায়দারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ