Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা অন্তঃপ্রাণ ব্রাফেট

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কার্লোস ব্রাফেটের প্রথম আন্তর্জাতিক সফর ছিল বাংলাদেশে। আজ থেকে সাড়ে চার বছর আগে, ২০১১ সালের অক্টোবরে। আন্তর্জাতিক ক্রিকেটে ‘মধুচন্দ্রিমা’ চলার সময়ই দেশ থেকে পাওয়া ভয়াবহ এক দুঃসংবাদ ব্রাফেটের জীবন করে দিয়েছিল এলোমেলো। সেবার ঢাকায় পা দিয়েই মাকে ফোন করে ব্রাফেট শোনেন মায়ের অসুস্থতার কথা। ব্রাফেট ভাবতেও পারেননি, ক্যান্সারের উপসর্গ হিসেবেই মা শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। মাকে বলেছিলেন ডাক্তার দেখাতে। কিন্তু ডাক্তার যে এমন দুঃসংবাদ হাজির করবে, সেটি ক্ষণিকের জন্যও কল্পনা করেননি ক্যারিবীয় এই অলরাউন্ডার।
চিরদিনের মা-ভক্ত সন্তান ব্রাফেট। বাংলাদেশ থেকে ফিরে মা-ই ছিলেন তার জীবনের সব। সবকিছু ভুলে ঝাঁপিয়ে পড়েছিলেন মা জয়েসলিনের চিকিৎসা করাতে। সেই সময়ের দুঃসহ অভিজ্ঞতা হয়তো কোনো দিনই ভুলতে পারবেন না ব্রাফেট। প্রতিদিন নিজের ঘরে বসে কাঁদতেন। ভাবতেও পারতেন না, মা না থাকলে তার কী হবে। সেই কঠিন পরিস্থিতিতে মা-ই নাকি বলতেন, কষ্টটা ভুলে ক্রিকেটে বেশি করে মনোযোগ দিতে। ব্রাফেট মায়ের কথা শুনেছিলেন। কিন্তু একটা শর্তে। যত দিন জয়েসলিন ক্যান্সারের কেমোথেরাপি নিয়েছেন, তত দিন ব্রাফেট নিজের মাথায় একটি চুলও থাকতে দেননি। কেমোর কারণে প্রাণপ্রিয় মা যেখানে চুল হারিয়ে চলেছেন, সেখানে ছেলে কিভাবে নিজের চুল রাখেন!
২০১২ সালে তার মা সুস্থ হয়ে ওঠেন। মায়ের আশীর্বাদের পুরোটা নিয়েই সেই ব্রাফেট এখন ক্যারিবীয়দের নয়নের মণি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ওই অন্তিম ওভারটি দেখে তার মা নিশ্চয়ই আনন্দে চোখের পানি ফেলেছেন পাগল ছেলেটির ‘কাÐ’ দেখে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা অন্তঃপ্রাণ ব্রাফেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ