নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শামীম চৌধুরী : ওয়ানডে অভিষেকে ছড়িয়েছেন দ্যুতি, অভিষেক ২ ম্যাচে ১১ উইকেট, ৩ ম্যাচের অভিষেক ওয়ানডে সিরিজে ১৩ উইকেটের বিশ্বরেকর্ড। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে এমন দ্যুতি ছড়াতে পারেন যিনি, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এ খেলার হাতছানি তো দিবেই তাকে। বাঁ হাতি কাটার মাস্টার মুস্তাফিজুরকে তাই বেজ প্রাইস ৫০ লাখ রুপী থেকে নিলামে ১ কোটি ৪০ লাখ রুপীতে সানরাইজার্স হায়দারাবাদ কিনে নিয়েও বেজায় খুশি। দলটির মেন্টর ভি ভি এস লক্ষণ মুস্তাফিজুরকে পেয়ে দারুন কিছুর সম্ভাবনা দেখছেন। টি-২০ বিশ্বকাপ চলাকালে বিশেষজ্ঞ ধারাভাষ্যে অজস্রবার তার মুখ থেকে মুস্তাফিজুরের প্রশংসা শুনেছে বিশ্ব। সানরাইজার্স হায়দারাদের হয়ে খেলতে গতকাল বিকেল ৫টা ১০ মিনিটের ফ্লাইটে হায়দারাবাদের ফ্লাইট ধরার আগে এমন প্রশংসার কথা শুনে নিজেই হেসেছেন। টি-২০ বিশ্বকাপ চলাকালে লক্ষণের সাথে কথা হয়নি এই কাটার মাস্টারের। হাই হ্যালো হয়েছে সানরাইজার্স হায়দারাবাদের টীমমেট যুবরাজ সিংয়ের। সানরাইজার্স হায়দারাবাদের আর এক টীমমেট নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসের সঙ্গে বলেননি কথা, শ্লোয়ার কাটারে এই কিউই টপ অর্ডারের উইকেট নিয়ে নিজের উৎসবের মধ্য দিয়ে একটা বার্তা তো দিতে পেরেছেন। কথা হয়েছে সানরাইজার্স হায়দারাবাদের অস্ট্রেলিয়ান হেড কোচ কোচ টম মুডির সঙ্গে। এই কোচের আস্থার প্রতিদান দিতে চান মুস্তাফিজুরÑ‘ যুবরাজের সঙ্গে হাই হ্যালো হয়েছে। তিনি আমার শুভকামনা করেছেন। টম মুডির সঙ্গে কিছু কথা হয়েছে। আসলে ওনার আগ্রহতেই সানরাইজার্স হায়দারাবাদে খেলার সুযোগ পেয়েছি আমি। তাই ওনাকে সম্মান দিতে চাই।’
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামী ১২ এপ্রিল স্বাগতিক দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অবতীর্ণ হবে সানরাইজার্স হায়দারাবাদ। এই চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ, উইকেটের সঙ্গে পরিচয় হয়ে গেছে মুস্তাফিজুরের। পাঁজরের পেশির ইনজুরি কাটিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২টি ম্যাচে নামতা গুনে ২টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে। তাই আইপিএলএ অভিষেক নিয়ে অতোটা শিহরণ অনুভব করছেন না এই বাঁ হাতি পেস বোলারÑ ‘এত ভাবাভাবির কী আছে! আমি তো কিছুই ভাবি না। যাব, খেলব, বল করব।’
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের ৩৬ বছর বয়সী অভিজ্ঞ পেস বোলার আশিষ নেহরা মুস্তাফিজুরকে গড গিফটেড বোলার বলে উল্লেখ করেছেন। সানরাইজার্স হায়দারাদের টীমমেট হিসেবে মুস্তাফিজুরকে পাচ্ছেন, এটাকে নিজের জন্য সৌভাগ্যই মনে করছেন বলে জানিয়েছেন নেহরা। শুধু তাই নয়, আশিষ নেহরা নিজে বাঁ হাতি পেস বোলার হয়েও মুস্তাফিজুরের কাছ থেকে শিখতে চান বলে জানিয়েছেন। এই সিনিয়র টীমমেটের এসব প্রশংসাসূচক মূল্যায়ন শুনেও অভিভুত নন মুস্তাফিজুরÑ‘ উনি আমার সম্পর্কে যে ধারনা পোষন করেন, সেটাই বলেছেন। আমার কাছ থেকে শেখার ইচ্ছে প্রকাশ করেছেন, আসলেই উনি বড় মাপের মানুষ বলে এমনটা বলেছেন। আমারও অনেক কিছু শেখার বাকি আছে। ওনার কাছ থেকে আমিও শিখতে চাই।’ ৫ উইকেট পেয়েও নেহরাকে আইসিসি রেখেছে টি-২০ বিশ্বকাপের সেরা একাদশে, সেখানে ৩ ম্যাচে ৯ উইকেট পেয়েও মুস্তাফিজুরকে রাখা হয়েছে দ্বাদশ হিসেবে। এ নিয়ে এতোটুকু কস্ট নেই মুস্তাফিজুরেরÑ‘ আমাকে টি-২০ বিশ্বকাপ দলে না রাখলেও কোন কস্ট পেতাম না।’ সাড়ে ৫ কোটি রুপীতে সানরাইজার্স হায়দারাবাদে বিক্রি হওয়া বাঁ হাতি পেস বোলার আশিষ নেহরাই দলে মুস্তাফিজুরের প্রতিদ্ব›দ্বী, তা পর্যন্ত মাথায় আনছেন না মুস্তাফিজুর।
অফ কাটারের সঙ্গে শ্লোয়ার কাটারের মিশেলে ভয়ংকর রুপ ছড়াচ্ছেন মুস্তাফিজুর। ইয়র্কারও দিতে পারেন। মুস্তাফিজুরকে মোকাবেলা করতে কোন কৌশলে কাজ হচ্ছে না বিশ্বসেরা ব্যাটসম্যানদেরও। বিস্ময় ডেলিভারীর সব ঝাপিঁ এখনো খোলেননি এই কাটার মাস্টার। নেটে এবং ম্যাচে নিজের স্টক ডেলিভারীর সব অস্ত্র প্রয়োগ করলে ভুল হবে, তা মাথায় রেখেই আইপিএল মিশনে এখন মুস্তাফিজুরÑ‘ কিছু কিছু কৌশল গোপন রেখেও ভাল বল করা যায়। সেটাই ভাবছি। ’
সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে সুপার টেনে ৩ ম্যাচে ৯ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে আসর সেরা বোলিং (৫/২২)। টি-২০ বিশ্বকাপের নির্বাচিত দলে জায়গা হয়েছে তার। এমন পারফরমেন্সে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাওয়াটা তার প্রাপ্য। দলে বিদেশী কোটায় ৭ ক্রিকেটারের মধ্যে তিনজন মাত্র পেসার। যে তিন জনের মধ্যে কিউই ট্রেন্ট বোল্ট সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে এক ম্যাচও খেলার সুযোগ পাননি, ৫০ লাখ রূপীতে কেনা অজি পেস বোলার বেন কাটিংয়ের কদরটাও সানরাইজার্স হায়দারাবাদে মুস্তাফিজুরের কাছাকাছি হওয়ার কথা নয়। তারপরও ম্যাচে ৪ বিদেশীর বেশি যখন খেলতে পারবে না, তখন দলের কম্বিনেশনে নিয়মিত একাদশে সুযোগ পাওয়াটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন মুস্তাফিজুরÑ‘ আমাদের ক্যাম্প হায়দারাবাদে হবে। ওখানে নেটে দেখে যদি কোচ মনে করেন আমাকে দরকার, তাহলে খেলার সুযোগ পাব। সুযোগ পেলে আমি আমার মতো বোলিং করবো।’ আইপিএলএ বেজ প্রাইস ৫০ হাজার ডলার থেকে নিলামে ৬ লাখ ডলারে মাশরাফিকে কিনেও তেমন কদর দেয়নি কোলকাতা নাইট রাইডার্স, ১ ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি সেখানে নড়াইল এক্সপ্রেস। আশরাফুল,রাজ্জাকদেরও এমন পরিনতি বরন করতে হয়েছে। তামীম তো খেলার সুযোগই পাননি। ব্যতিক্রম শুধু সাকিব, আইপিএলএ কোলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়ে গেছে, আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লীগ টি-২০তে কোলকাতা নাইট রাইডার্সের শিরোপায় রেখেছেন অবদান। আইপিএলএ বাংলাদেশ ক্রিকেটারদের এই অতীতটা গতকাল জেনেও নিজের উপর আস্থার কমতি নেইÑ‘ আমি তো টিভি খুব একটা দেখি না। বাংলাদেশের কে আইপিএলএ কোন ম্যাচ খেলেছে, তা বলতে পারব না। তবে আমার বেলায় নেগেটিভ কিছু হবে, এমনটা আগে মাথায় আনা ঠিক হবে না।’
এই প্রথম দেশের বাইরে কোথাও গেলেন একা। টীমমেটদের সবার নজরে থাকতে অভ্যস্ত মুস্তাফিজুর সানরাইজার্স হায়দারাবাদে পাচ্ছেন না কোন বাংলাদেশী। সেটাই ভাবাচ্ছে মুস্তাফিজুরকে। আগামী ১৬ এপ্রিল হায়দারাবাদে সাকিবের দল কোলকাতা নাইট রাইডার্সের সঙ্গে অবতীর্ন হবে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দারাবাদ, সে দিনটার জন্য অপেক্ষায় থাকছেন মুস্তাফিজুরÑ‘ সাকিব ভাই থাকলে খুব ভালো হতো। জাতীয় দলের হয়ে যখন খেলি, তখনতো বড় ভাইয়ের মতোই সব সময় আমাকে কাছাকাছি রাখেন উনি। ওখানে এক সঙ্গে খেলতে পারলে আরও ভালো হতো। তার দলের বিপক্ষে যখন খেলবো তখন সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হবে, কথা হবে, সময় কাটাতে পারবো।’
মুস্তাফিজুরকে ঘষাঁমাজা করে তৈরি করেছেন যিনি, বাংলাদেশ দলের সেই বোলিং কোচ হিথ স্ট্রিক আইপিএল’র দল গুজরাট লায়ন্সের বোলিং কোচ। মুস্তাফিজুর তাই সময়ে অসময়ে হিথ স্ট্রিকের নির্দেশনা,পরামর্শের দিকে তাকিয়ে আছেনÑ‘ ভালই হলো, ওখানে হিথ স্ট্রিক স্যারকে পাব। ওনার সঙ্গে দেখা হবে। তাছাড়া যখন যা প্রয়োজন, ফোনে কথা বলে সেই সাহায্য চাইব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।