মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ করার দাবি থেকে সবাইকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। এই ধরনের দাবি রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের পথে বাধা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। গত সোমবার তিনি বলেন, আসাদের ভবিষ্যত নিয়ে যেকোনো ধরনের আলোচনার ইতি টানার আহ্বান জানাচ্ছে মস্কো। পরবর্তীতে উপযুুক্ত সময়ে সিরিয়া সংঘর্ষে জড়িত পক্ষগুলো আসাদের ভবিষ্যত নির্ধারণ করতে পারবে। রাশিয়ার রিয়া সংবাদ সংস্থা এই খবর দিয়েছে বলে জানানো হয়েছে। ২০১১ সাল থেকে বিদেশি শক্তির মদদে সিরিয়ায় ভয়াবহ সহিংসতা চলছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে জর্দানে সামরিক প্রশিক্ষণ দেয়। সিরিয়ার একটি বিরাট অংশ এখনো দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার যুদ্ধে অন্তত ২,৭০,০০০ ব্যক্তি নিহত হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা ৪,৭০,০০০ জনে দাঁড়িয়েছে বলেও কোনো কোনো সংস্থা জানিয়েছে। সিরিয়া সমস্যার একটি রাজনৈতিক সমাধান বের করার লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রর মধ্যস্থতায় দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।