বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধে সাতদিন আগে ছুরিকাঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোরশেদ আলম বাবু (৩৪) নামে ওই যুবক মারা যান। বাবু ডবলমুরিং থানার আগ্রাবাদ হাজী পাড়ার বাসিন্দা আইয়্বু আলীর পুত্র। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ইয়াবা বিক্রির নিয়ে রাজু নামে স্থানীয় এক যুবকের সাথে বাবুর বিরোধ ছিল। দেড় মাস আগে বাবু রাজুকে ছুরিকাঘাতে আহত করেছিল। রাজু সুস্থ হয়ে গত ১৬ এপ্রিল বাবুকে পাল্টা ছুরিকাঘাত করে। ওসি সেলিম জানান, রাজু পেশাদার ছিনতাইকারী ও মাদক বিক্রেতা। বাবুও মাদক বিক্রিতে জড়িত। হাজী পাড়ায় একটি জায়গায় ঘর তৈরি করে ভাড়া তোলা ও মাদক বিক্রি নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।